বাসস ক্রীড়া-২ : ৬০ দিনের জন্য দক্ষিণ আফ্রিকায় সব ধরনের ক্রিকেট বন্ধ

127

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-দক্ষিণ আফ্রিকা
৬০ দিনের জন্য দক্ষিণ আফ্রিকায় সব ধরনের ক্রিকেট বন্ধ
ডারবান, ১৭ মার্চ ২০২০ (বাসস) : করোনাভাইরাস কারনে আগামী ৬০ দিনের জন্য নিজ দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ করলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। চলতি মৌসুম শেষ হবার চার সপ্তাহ আগে এই ঘোষনা দিলো প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
গত রোববার নিজ দেশের জন্য ‘মহামারি’ আখ্যা দেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এরপরই সবধরনের খেলা বন্ধের আলোচনা শুরু করে দক্ষিণ আফ্রিকা।
শেষ পর্যন্ত আজ ক্রিকেট, প্রিমিয়ার সকার লিগ, সুপার রাগবিসহ অন্যান্য খেলা স্থগিত করলো দক্ষিণ আফ্রিকা।
৬০ দিনের জন্য ক্রিকেট স্থগিত হয়ে যাওয়ায় দেশের দু’টি ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হতে পারলো না। ওয়ানডে কাপের সেমিফাইনাল-ফাইনাল এবং প্রথম শ্রেণির ক্রিকেটে চারদিনের ম্যাচের শেষ দুই রাউন্ডও থমকে গেল।
বাসস/এএমটি/১৭১৫/স্বব