বাসস ক্রীড়া-১ : জাতির পিতাকে জন্মশতবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা : সাকিব

115

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-সাকিব
জাতির পিতাকে জন্মশতবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা : সাকিব
ঢাকা, ১৭ মার্চ ২০২০ (বাসস) : আজ ১৭ মার্চ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। তার এই শতবছরের জন্মদিনটি বিভিন্ন স্তরের মানুষ নানাভাবে পালন করছে।
এই বিশেষ দিনে বাংলার এই মহামানবকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করেন। ছবির মাঝে লেখা, একটি শতক যা আমাদের পরিচয় বহন করে।
ছবির ক্যাপশনে সাকিব লিখেন, ‘আজ থেকে শতবছর আগে এই বাংলায় জন্মেছিলেন এক মহামানব। তিনি স্বপ্ন দেখেছিলেন দেশকে স্বাধীন করার। শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সাহসও দেখিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে আমাদের মাঝে। তাই আমাদের জাতির পিতাকে জন্মশতবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা জানাই।’
বাসস/এএমটি/১৭১০/স্বব