আওয়ামী লীগ সকল দুর্যোগ মোকাবেলায় দেশের মানুষের পাশে ছিলো : মোহাম্মদ নাসিম

454

ঢাকা, ১৭ মার্চ, ২০২০ (বাসস) : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগই একমাত্র দল, যে দলটি সব ধরনের দুর্যোগ মোকাবেলায় দেশের মানুষের পাশে ছিলো।
তিনি বলেন, ‘আওয়ামী লীগই একমাত্র দল, যে দলটি, যে কোনো ধরনের দুর্যোগের সময়ে দেশের মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। ভবিষ্যতে এই দলটি মানুষের পাশে থাকবে। ভবিষ্যতেও আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে করোনা ভাইরাসসহ সব ধরনের সংকট মোকাবিলা করে এগিয়ে যাবে।’
মোহাম্মদ নাসিম আজ মঙ্গলবার রাজধানীর আজিমপুরে এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাদ্য, বস্ত্র ও করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ শেষে এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান উপ-কমিটি করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে।
আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, শুধু ভোট চাওয়া, ক্ষমতায় আসার রাজনীতি নয়; প্রতিটি সংকটে অতীতে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ জনগণের পাশে ছিল, তেমনি করোনা ভাইরাস সঙ্কট মোকাবেলার ক্ষেত্রেও জনগণের পাশে থেকে জয়ী হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। জনগণের সঙ্কটে পাশে থাকে, কাছে থেকে সহযোগিতা করে; এটাই আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, বঙ্গবন্ধুর সাহসিকতার জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছিলাম আর এখন শেখ হাসিনার সাহসিকতার জন্য যে কোনো সংকট, যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে পারে বাংলাদেশ।
করোনা ভাইরাস নিয়ে সরকারের বিরুদ্ধে বিএনপির বক্তব্য দলটির ভুল রাজনীতির বহি:প্রকাশ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, যারা করোনা ভাইরাস সংকট নিয়ে রাজনীতি করে, তাদের আমি বলতে চাই, আপনারা চিরদিনই ভুল রাজনীতি করেছেন। বাঙালি চিরদিনই যেকোনো সংকট মোকাবিলা করে জয়লাভ করছে, এবার করোনা ভাইরাস পরিস্থিতি সাহসিকতার সাথে মোকাবেলা করে নিয়ন্ত্রণ করতে পারবে।
তিনি বলেন, পৃথিবীর সকল দেশেই তাদের ইতিহাসের মহানায়কদের দলমত নির্বিশেষে শ্রদ্ধা জানায়। ভারতে মহাত্মা গান্ধীর প্রতি সব দল সমান শ্রদ্ধা প্রদর্শন করে থাকে। আর আমাদের দেশে স্বাধীনতার স্থপতির হত্যা দিবসে, আমাদের শোক দিবসে বিএনপি নেত্রী নকল জন্মদিন পালন করে। জাতির জন্য এর থেকে লজ্জার আর কি হতে পারে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একে এম রহমত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ বক্তব্য রাখেন। এ সময়ে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।