বাসস দেশ-৬ : জাতির পিতার প্রতিকৃতিতে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধা

123

বাসস দেশ-৬
উপমন্ত্রী-বঙ্গবন্ধু’র প্রতিকৃতি
জাতির পিতার প্রতিকৃতিতে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধা
ঢাকা, ১৭ মার্চ, ২০২০ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান জানাতে পরিবেশ উপমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরিবেশ মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. বিল্ল¬াল হোসেন, অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী এবং অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী এবং যুগ্মসচিব (প্রশাসন) ড. মো. আশফাকুল ইসলাম বাবুলসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এরআগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রীপরিষদ সদস্যবর্গের সাথে জাতির পিতার প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বাসস/সবি/এফএইচ/১৪৩০/কেজিএ