হবিগঞ্জে মুজিব জন্মশতবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন

240

হবিগঞ্জ, ১৭ মার্চ, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কালেক্টর ভবনের সামনে আজ সকাল ১০টায় শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এটি র্মিাণ করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, অতির্ক্তি জেলা প্রশাসক রাজস্ব তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মর্জিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে ইসরাত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম প্রমুখ।
এর আগে মঙ্গলবার সকাল ৭টায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি সূচনা হয়। প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো: আবু জাহির ও হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান। পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে তোপ ধ্বনি প্রদান করা হয়। পরে শত বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।