বাসস বিদেশ-৫ : লাইবেরিয়ায় এই প্রথম করোনাভাইরাস শনাক্ত

117

বাসস বিদেশ-৫
লাইবেরিয়া-ভাইরাস
লাইবেরিয়ায় এই প্রথম করোনাভাইরাস শনাক্ত
ডাকার, ১৬ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : লাইবেরিয়া জানিয়েছে, তাদের দেশে এই প্রথম সোমবার করোনাভাইরাসে আক্রান্ত রোগির সন্ধান পাওয়া গেছে। এনিয়ে আফ্রিকার ২৭টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়লো। খবর এএফপি’র।
তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত এ রোগি হচ্ছেন লাইবেরিয়ার পরিবেশ প্রধান। তিনি সম্প্রতি সুইজারল্যান্ডে গিয়েছিলেন।
বিবৃতিতে বলা হয়, ‘লাইবেরিয়ায় এই প্রথম কোন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলো।’
এতে আরো বলা হয়, ‘সরকার সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সকলকে খুঁজে বের করে আলাদা স্থানে রাখতে স্বাস্থ্য কর্মকর্তারা অনুসন্ধান তৎপরতা অব্যাহত রেখেছে।’
বিবৃতিতে বলা হয়, লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ ওয়েহ করোনাভাইরাস মোকাবেলায় নতুন পদক্ষেপের ঘোষণা দিতে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বাসস/এমএজেড/১৯১৩/জুনা