বাসস দেশ-২০ : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সমাজসেবা অধিদফতরের কর্মসূচি

118

বাসস দেশ-২০
বঙ্গবন্ধু-কর্মসূচি
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সমাজসেবা অধিদফতরের কর্মসূচি
ঢাকা, ১৬ মার্চ, ২০২০(বাসস): বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মুজিববর্ষ পালন করবে সমাজসেবা অধিদফতর।
কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,১০০টি বেলুন উড়ানো, কেক কাটা ,আলোচনা সভা ও দোয়া মাহফিল।
অধিদফতরের আগারগাঁওয়ে অনুষ্ঠেয় কেন্দ্রীয় অনুষ্ঠানে সকাল ১১ টায় সমাজসেবা অধিদফতরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সাড়ে ১১ টায় সমাজসেবা অধিদফতরের জামে মসজিদে জাতির পিতা এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের মাগফেরাত ও প্রধানমন্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে। বেলা ১২ টায় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী। সভায় সভাপতিত্ব করবেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ।
অন্যদিকে জেলা ও উপজেলায় অবস্থিত সমাজসেবা অধিদফতরের কার্যালয়সমূহ ও সমাজসেবা অধিদফতর পরিচালিত প্রতিষ্ঠানে (শিশু পরিবার ও অন্যান্য প্রতিষ্ঠান) রচনা প্রতিযোগিতা,বেলুন উড়ানো,কেক কাটার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিশ্রদ্ধা ও ভালোবাসায় সারাদেশে দিবসটি উদযাপন করা হবে।
বাসস/সবি/এসএস/১৯১০/জেহক