জিম্বাবুয়ে সফরের মাঝেই দেশে ফিরছে ডার্বিশায়ার

194

লন্ডন, ১৬ মার্চ ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে জিম্বাবুয়ের সফরের মাঝপথেই দেশে ফিরে যাচ্ছে ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ার। নিজেদের মৌসুম শুরুর আগে জিম্বাবুয়ে সফরে গিয়েছিলো জিম্বাবুয়ে। একটি টি-২০ ম্যাচ ইতোমধ্যে খেলেছে তারা। কিন্তু করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় জিম্বাবুয়ে সফর শেষ না করেই দেশে ফিরছে ডার্বিশায়ার।
নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে ডার্বিশায়ার জানায়, ‘সফর করা কোন খেলোয়াড়ের করোনাভাইরাসের লক্ষন দেখা যায়নি। খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্য সুরক্ষা করা অনেক বেশি গুরুত্বপুর্ন এবং এজন্য দ্রুতই তাদের দেশে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত’।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে জিম্বাবুয়ে সফরে আসে ডার্বিশায়ার। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে দু’টি করে টি-২০ ও তিনদিনের ম্যাচ খেলার সূচি ছিলো তাদের। ইতোমধ্যে গেল ১৪ মার্চ একটি টি-২০ হয়ে গেছে। ঐ ম্যাচে ৪৮ রানে জয় পায় ডার্বিশায়ার।