করোনা আক্রান্ত শিশুদের সহযোগিতায় পগবা

175

লন্ডন, ১৬ মার্চ ২০২০ (বাসস) : করোনভাইরাসে আক্রান্ত শিশুদের সহযোগিতায় এবার এগিয়ে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবা। সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থ তহবিল গঠনের মাধ্যমে তিনি কোভিড-১৯ আক্রান্তদের পাশে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন। ইউনিসেফের মাধ্যমে তিনি অর্থ সাহায্য করতে চান বলে জানিয়েছেন। এজন্য ফরাসি এই মিডফিল্ডারের লক্ষ্য ইউনিসেফকে ২৭ হাজার পাউন্ড তুলে দেয়া।
বিশ্বকাপ জয়ী পগবা রোববার তার ২৭তম জন্মদিনে এ সম্পর্কে লিখেছেন, ‘আজ আমার জন্মদিন। আমি, আমার পরিবার ও বন্ধুরা ভাল আছে। কিন্তু এই মুহূর্তে অনেকেই অসুস্থ। বিশ্বব্যপী অনেকেই আজ এই ভাইরাসে আক্রান্ত, এদের মধ্যে শিশুরাও রয়েছে। এটি মহামারী আকারে রূপ নিয়েছে। বিশেষ করে দরিদ্র মানুষ ও শিশুরাই এতে ক্ষতিগস্থ হচ্ছে বেশী। বিশেষ কিছু মেডিকেল সামগ্রী সরবরাহ করে ইউনিসেফ আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে। তাদেরকে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ধরনের সতর্কতমূলক পরামর্শ দিচ্ছে।
এই মুহূর্তে আমাদের সকলের এক হয়ে কাজ করতে হবে। এই ভাইরাসের বিপক্ষে যুদ্ধ ঘোষনা করতে হবে।’
তহবিলে জমা হওয়া অর্থ দিয়ে স্বাস্থ্যকর্মীদের জন্য গ্লাভস, সার্জিকাল মাস্ক এবং বিশেষ প্রতিরোধকারী চশমা কেনা হবে বলে পগবা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পগবার অর্থ সংগ্রহের ঘোষনা দেবার ঘন্টাখানেকের মধ্যেই দুই হাজারেরও বেশী পাউন্ড জমা হয়ে গেছে।