কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে লন্ডনে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের অনুষ্ঠান স্থগিত

288

ঢাকা, ১৫ মার্চ, ২০২০ (বাসস) : আগামী ২৪ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের অনুষ্ঠান হওয়ার কথা ছিলো লন্ডনের কেনসিংটনের রয়্যাল জিওগ্রাফিকাল সোসাইটিতে। কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন।
অনুষ্ঠানের নাম দেয়া হয়েছিল- ‘জাতির পিতার শততম জন্মবার্ষিকী উপলক্ষে : বঙ্গবন্ধুর শতবর্ষ : একটি বৈশ্বিক প্রতিচ্ছবি’।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- লন্ডন এবং এর আশেপাশের শহরগুলোতে কোভিড-১৯ করোনা ভাইরাসে খুবই সংক্রমিত হচ্ছে। ভাইরাসটি প্রাণহাণিকর ও তীব্র স্বাস্থ্যের ঝুঁকির। তাই সকল আমন্ত্রিত অতিথির সুরক্ষার কথা বিবেচনায় এনে সংশ্লিষ্ট মিশন এই অনুষ্ঠানটি স্থগিত করেছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চলমান এই মহামারী থেকে পরিস্থিতি আবার স্বাভাবিকের দিকে ফিরে এলে এবং বিশাল জনসমাগম আর স্বাস্থ্য ও সুরক্ষার হুমকিস্বরূপ না হলে বাংলাদেশ হাই কমিশন এ ব্যাপারে নতুন করে অনুষ্ঠানের তারিখ ঘোষণা করবে।