বাসস ক্রীড়া-১২ : জাতীয় দলের নেতৃত্বের আগে অভিজ্ঞতা অর্জনের সুযোগ তামিম ইকবালের

257

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-তামিম-ডিপিএল-প্রাইম ব্যাংক
জাতীয় দলের নেতৃত্বের আগে অভিজ্ঞতা অর্জনের সুযোগ তামিম ইকবালের
ঢাকা, ১৫ মার্চ ২০২০ (বাসস): স্থায়ী অধিনায়ক হিসেবে জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব গ্রহনের আগেই দল নেতা হিসেবে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেতে যাচ্ছেন ওপেনার তামিম ইকবাল। নেতা হিসেবে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহনসহ দলীয় করনীয় নির্ধারনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে তামিম পেয়েছেন চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্ব।
এই মৌসুমের জন্য দলনেতা হিসেবে তামিম ইকবালকে বেছে নিয়েছে প্রাইম ব্যাংক। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদে প্রথম ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে মাঠে নামবে তামিমের নেতৃত্বাধীন প্রাইম ব্যাংক।
ঘরোয় ক্রিকেটে তামিমের অধিনায়কত্ব এই প্রথম নয়। কয়েক মৌসুম আগে ঘরোয়া ক্রিকেটের পাওয়ার হাউজ নামে পরিচিত আবাহনী লিমিটেডেরও নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে যেহেতু মাশরাফি বিন মোর্তাজার মত নেতার পরিবর্তিত হিসেবে জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব গ্রহন করেছেন তাই এখন তামিমে এই অধিনায়কত্বে তীব্র নজর থাকবে সবার।
রোববার তামিম বলেন,‘ প্রাইম ব্যাংক আমাকে নেতৃত্ব ভার দেয়ায় চেস্টা থাকবে সঠিক ভাবে এই দায়িত্ব পালন করার। অভিজ্ঞতা অর্জনের জন্যও এটি একটি ভাল সুযোগ। আমি এখন আমার কর্তব্য পালনের অপেক্ষায় আছি। দেখা যাক কি হয়। ’
তামিম বলেন, লীগ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যেই সব সময় দল গঠন করে প্রাইম ব্যাংক। তাই এটি খুবই চ্যালেঞ্জের বিষয়। প্রত্যাশা পুরনের লক্ষ্যে ভাল সুচনাটা খুবই গুরুত্বপুর্ন বলেও মনে করেন তিনি। বলেন,‘ ভাল সুচনা সব সময়ই গুরুত্বপূর্ণ। কাল আমরা এমন একটি দলের (গাজী গ্রুপ) মোকাবেলা করতে যাচ্ছি, যে দলটিও চ্যাম্পিয়ন হবার দৌঁড়ে রয়েছে। আমরা যদি তাদের হারাতে পারি, তাহলে আমাদের শুরুটা যেমন ভাল হবে, তেমনি বাড়তি অনুপ্রেরনাও লাভ করতে পারব। দল হিসেবে প্রাইম ব্যাংক খুবই শক্তিশালী। আমরা যদি আমাদের যোগ্যতা ও সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারি, তাহলে আমার মনে হয় জয়লাভ করতে পারব।’
পেশাদারিত্ব থাকায় প্রাইম ব্যাংকের শিবিরে যোগ দিতে পেরে সন্তোস প্রকাশ করে তামিম বলেন,‘ শুরুতেই আমরা দল সম্পর্কে ভাল একটি পর্যবেক্ষন রিপোর্ট পেয়েছি। এই ক্লাবে আগে যারা খেলেছে তাদের সবাই বলেছে যে এই ক্লাবটি দারুন পেশাদার। এখনো পর্যন্ত এই ক্লাবে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তা খুবই চমৎকার। আশা করি শেষ অবধি এটি অব্যাহত থাকবে।’
তামিম আরো বলেন করোনাভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়ায় এর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে তারা অন্য খেলোয়াড়ের সঙ্গে মাঠে করমর্দন করবেন না। তিনি বলেন,‘ এখানো পর্যন্ত আমরা খেলার কথা বলতে পারছি। তবে যদি কোন ধরনের পরিস্থিতির সৃস্টি হয় তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের কথা জানিয়েছেন আমাদের বোর্ড সভাপতি। আমার মনে হয় এই বিষয় নিয়ে বোর্ড খুবই সতর্ক। তবে আমাদেরও সাবধান থাকতে হবে। খেলায় করমর্দনের কোন প্রয়োজন নেই। কারণ সবাই বর্তমান পরিস্থিতি সম্পর্কে বেশ ভালভাবেই অবগত আছেন।’
বাসস/এসএমপি/অনু/এমএইচসি/২০১০ /স্বব