বাজিস-৮ : নীলফামারীতে ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

236

বাজিস-৮
নীলফামারী- মুজিববর্ষ
নীলফামারীতে ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান
নীলফামারী, ১৫ মার্চ ২০২০ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলার সৈয়দপুরে পাঁচশতাধিক চক্ষু রোগিকে আজ বিনামূল্যে চিকিৎসসেবা প্রদান করা হয়েছে।
আজ রোববার সৈয়দপুর রেলওয়ে শ্রমিকলীগ ও দীপ আই কেয়ার ফাউন্ডেশন যৌথভাবে এ চক্ষু শিবিরের আয়োজন করে।
শহরের রেলওয়ে পুলিশ ক্যাম্পে আয়োজিত এ চক্ষু শিবির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হায়দার আলী, সৈয়দপুর রেলওয়ে কারখানা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রোববার সকাল ৯টা থেকে চক্ষু শিবিরে পাঁচ শতাধিক রোগিকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান এবং ৬০ জন রোগিকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।
বাসস/সংবাদদাতা/২০১০/এমকে