বাসস দেশ-২০ : কুয়েটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

175

বাসস দেশ-২০
বঙ্গবন্ধু-কুয়েট-কর্মসূচি
কুয়েটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
ঢাকা, ১৫ মার্চ, ২০২০(বাসস): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)।
কর্মসূচীর মধ্যে ১৭ মার্চ এর প্রথম প্রহর ১২.০১টায় জন্মশতবার্ষিকী উদযাপন ও ‘মুজিব শতবর্ষ’র উদ্বোধন সকাল০৬:১০টায় কোরআন খতম,সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন,উপাচার্যের বাসভবন ও বিভিন্ন হলে জাতীয় পতাকা উত্তোলন,সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল (প্রাথমিক ও মাধ্যমিক) ও উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য রচনা, চিত্রাংকণ, হাতের সুন্দর লেখা, নির্ধারিত উপস্থিত বক্তৃতা ও বঙ্গবন্ধুর জীবন আলেখ্যসহ বিভিন্ন প্রতিযোগিতা।
এছাড়া,সকাল ৯টায় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,সাড়ে ৯টায় আনন্দ র‌্যালী,সাড়ে ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আলোচনা সভা,সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শের বিভিন্ন দিক উপস্থাপন,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুর সাড়ে ১২টায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানগুলোয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
এছাড়া,বিকাল সাড়ে ৪টায় শিক্ষক বনাম ছাত্র প্রীতি ফুটবল ম্যাচ,আসর বাদ বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাসস/সবি/এসএস/১৮৪৫/কেকে