জাবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি গ্রহণ

2716

ঢাকা,১৫ মার্চ,২০২০(বাসস):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে জাতির পিতার নির্মিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,শেখ হাসিনা হলের সামনের দেয়ালে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনপঞ্জীর ক্রমানুসরণ করে চিত্রকর্ম প্রদর্শন এবং লাইব্রেরিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মসম্পর্কে গবেষণাগ্রন্থ প্রদর্শন,জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের লেখা দেয়ালিকা প্রকাশ,বাদ আছর কেন্দ্রীয় মসজিদ,কমিউনিটি মসজিদ ও বিশমাইল মসজিদে দোয়া মাহফিল,ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বর,কেন্দ্রীয় শহীদ মিনার ও বিশমাইল ক্লাবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার,বিশ^বিদ্যালয়ের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন পর্যায়ের ঐতিহাসিক ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং সারা ক্যাম্পাসে আলোকসজ্জা করা।
জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে বিশ^বিদ্যালয়ের কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।এসব কর্মসূচিতে উপাচার্য, প্রো-উপাচার্যদ্বয় এবং ট্রেজারার উপস্থিত থাকবেন।