বাসস ক্রীড়া-২ : করোনাভাইরাসে সব বাতিল হলেও ইংল্যান্ডের ন্যাশনাল লিগ চলছে

130

বাসস ক্রীড়া-২
ফুটবল-ইংল্যান্ড
করোনাভাইরাসে সব বাতিল হলেও ইংল্যান্ডের ন্যাশনাল লিগ চলছে
হ্যালিফ্যাক্স, (যুক্তরাজ্য), ১৫ মার্চ ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে ইউরোপীয়ান ফুটবলের শীর্ষ পাঁচটি লিগের খেলা বন্ধ হয়ে গেলেও ইংল্যান্ডের পঞ্চম টায়ারের ন্যাশনাল লিগ তাদের খেলা চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে।
করোনভাইরাস মহামারী আকারে বিশ্বব্যপী ছড়িয়ে যাবার পর শুক্রবার প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশীপ লিগ ওয়ান, লিগ টু আগামী ৩ এপ্রিল পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নেয় ফুটবল এসোসিয়েশন (এফএ)। যদিও বিশ্বের অন্যান্য দেশের মত বৃটিশ সরকার এখনো আনুষ্ঠানিক ভাবে বড় কোন জনসমাগম নিষিদ্ধ করেনি।
সে কারনেই হয়তবা তৃণমূল পর্যায়ে ইংল্যান্ডের ফুটবল অন্তত এই সপ্তাহ নাগাদ চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিছু কিছু ক্লাব এ ব্যপারে আপত্তি জানালেও ন্যাশনাল লিগ প্রধান নির্বাহী মাইকেল টাটেরসাল কোন ধরনের মন্তব্য করতে রাজী হননি। তার মতে, এখন বিতর্ক করার সময় নয়। চারিদিকে যা হচ্ছে তা একসাথে সবাইকে মোকাবেলা করতে হবে। ভাইরাসে আক্রান্তদের নিজে থেকেই আইসোলেশনে চলে যেতে হবে। তাদের প্রতি আমাদের শুভকামনা থাকলো।
মূলত এই মুহূর্তে লিগ বাতিল হয়ে গেলে বেশ কয়েকটি ক্লাব আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে। সে বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে লিগ কর্তৃপক্ষকে।
বাসস/এএফপি/অনু/নীহা/১৬২৫/স্বব