করোনার কারণে এল সালভাদরে জরুরি অবস্থা জারি

257

সান সালভাদর, ১৫ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : এল সালভাদরের কংগ্রেস করোনা ভাইরাস প্রতিরোধে জরুরি অবস্থা জারির ঘোষণা এবং দেশটির সংবিধান আংশিক স্থগিত রাখার বিষয়ে অনুমোদন দিয়েছে।
এ পদক্ষেপের মধ্যে ৩০ দিনের জন্যে অবাধে চলাফেরা ও সমাবেশের ওপর নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি রয়েছে।
এছাড়া এ পদক্ষেপের কারণে স্বাস্থ্য কর্মকর্তারা জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন।
শনিবারের ভোটাভুটির পর কংগ্রেস প্রেসিডেন্ট মারিও পনসি বলেন, ‘মারাত্মক স্বাস্থ্য পরিস্থিতি মোকাবেলায় আমরা সরকারকে আইনী কৌশলের সুযোগ দিয়েছি।’
তবে, এল সালভাদরে এখনও কোভিড-১৯ ছড়িয়ে পড়ার নিশ্চিত কোন রেকর্ড এখনও পাওয়া যায়নি।
বুধবার দেশটি তিন সপ্তাহের জন্যে সকল বিদেশীর প্রবেশে নিষেধাজ্ঞা এবং যারা বিদেশ ভ্রমণ থেকে ফিরবেন তাদের ৩০ দিনের বাধ্যতামূলক কোয়ারাইনটাইনে রাখার নির্দেশ দিয়েছে।
এছাড়া, দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকিলি দেশজুড়ে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছেন।