বাসস দেশ-৯ : ইতালি থেকে দেশে ফিরেছেন আরও ১৫২ জন

122

বাসস দেশ-৯
ইতালি-ফেরত
ইতালি থেকে দেশে ফিরেছেন আরও ১৫২ জন
ঢাকা, ১৫ মার্চ, ২০২০ (বাসস) : এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইতালি থেকে দেশে ফিরেছেন আরও ১৫২ জন।
আজ সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে পাঠানো হয়েছে বলে বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. শাহারিয়ার সাজ্জাদ জানান।
তিনি জানান, প্রাথমিকভাবে কারও মধ্যে নভেল করোনাভাইরাসের লক্ষণ দেখা যায়নি। এখানে সবার শরীরের তাপমাত্রা স্বাভাবিক ছিল। আশকোনায় আবার পরীক্ষা করা হবে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান বলেন, ‘প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে পাঠানো হয়েছে। সেখানে বিস্তারিত পরীক্ষার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে, শনিবার রাতে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ইতালি থেকে কাতার হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আরও ৫৮ বাংলাদেশি। পরে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর বিআরটিসি পরিবহনের দুটি বিশেষ বাসে করে তাদেরকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কোয়ারেন্টাইনে থাকবেন তারা।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/১৬২৫/কেজিএ