স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী করোনায় আক্রান্ত

209

মাদ্রিদ, ১৫ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক): স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানশেজের স্ত্রী বেগোনা গোমেজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
প্রেসিডেন্ট কার্যালয় সূত্রে শনিবার এ কথা বলা হয়েছে।
সরকারের এক বিবৃতিতে বলা হয়, স্পেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়ায় পেদ্রো সানশেজের স্ত্রী বেগোনা গোমেজের স্বাস্থ্য পরীক্ষা করা হলে তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।
ইউরোপে ইতালির পর স্পেনে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশটির সরকার ভাইরাসের বিস্তার রোধে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এছাড়া
এই মহামারি ঠেকাতে স্পেনের প্রদেশগুলোর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রী ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৫ দিনের বিশেষ সতর্কবস্থার ঘোষণা দেন। এই সময়ের মধ্যে দেশের বড় বড় শহরগুলোর সব দোকান, বার এবং রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দেন। এই সময়ের মধ্যে সব ধরনের লোক সমাগম, জনসভা এবং প্যারেড বন্ধ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।