বাসস বিদেশ-১ : করোনাভাইরাস রোধে গোটা দেশে লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্পেন

126

বাসস বিদেশ-১
স্পেন-ভাইরাস
করোনাভাইরাস রোধে গোটা দেশে লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্পেন
মাদ্রিদ, ১৫ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : ইতালির পরে স্পেন শনিবার করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী লোকদের চলাচল বন্ধে কড়াকড়ি আরোপ করে এ সময় স্বাস্থ্যসেবা ও খাবার সংগ্রহ ছাড়া কারো বাইরে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ৪৬ মিলিয়ন লোকের এই দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় লোকজনের চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।
শনিবার আনুষ্ঠানিকভাবে ১৫ দিনের রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে এই বিধিনিষেধ আরোপ করা হলো।
শুক্রবার সন্ধ্যার পর থেকে স্পেনে নতুন করে ১,৫০০ লোক করোনা আক্রান্ত হয়েছে।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৭৫৩ জন, আক্রান্তের এই সংখ্যা ইউরোপে ইতালির পরে দ্বিতীয়। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৮৩ জন।
বাসস/এএফপি/অনুবাদ-এমএবি/১২০৫/-আরজি