বাসস দেশ-২৮ : মিরপুর ঝুট পট্টির আগুন নিভেছে ॥ ৮টি দোকান ভস্মীভুত, আহত ২

222

বাসস দেশ-২৮
আগুন- নিয়ন্ত্রণে
মিরপুর ঝুট পট্টির আগুন নিভেছে ॥ ৮টি দোকান ভস্মীভুত, আহত ২
ঢাকা, ১৪ মার্চ, ২০২০ (বাসস) : রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকার বেনারসি ঝুটপট্টির গোডাউনের আগুন নিভেছে। এখন আগুনের ড্রাম্পিং এর কাজ চলছে। অগ্নিকান্ডে ঝুটপট্টির ৮টি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে জানান,অগ্নিকান্ডের কারণ ও ঘটনা তদন্তে আগামীকাল একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আজ শনিবার বিকেল ৫টার দিকে আগুন নেভানো হয়। এ সময় মোহাম্মদ হোসাইন (২২) ও মো. ই¯্রাফিল (২০) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।
এর আগে আজ দুপুর ১টা ২৫ মিনিটের দিকে মিরপুর বেনারসি ঝুটপট্টিতে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে।
লিমা খানম জানান, শনিবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর বেনারসি ঝুটপট্টিতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরপুর, সদরদপ্তর, উত্তরা, কুর্মিটোলাসহ ১২টি ইউনিটের সদস্যরা আগুন নেভাতে কাজ শুরু করে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এখন আগুনের ড্রাম্পিং এর কাজ করা হচ্ছে। ড্রাম্পিংয়ের কাজ শেষ করতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।
বাসস/এমএমবি/২০৩৩/কেজিএ