বাসস দেশ-২৩ : করোনা ভাইরাসের কারণে লন্ডনে স্বাধীনতা দিবসের অভ্যর্থনা অনুষ্ঠান স্থগিত

230

বাসস দেশ-২৩
স্বাধীনতা-দিবস-অনুষ্ঠান-স্থগিত
করোনা ভাইরাসের কারণে লন্ডনে স্বাধীনতা দিবসের অভ্যর্থনা অনুষ্ঠান স্থগিত
ঢাকা, ১৪ মার্চ, ২০২০ (বাসস) : পরবর্তী ঘোষণা না-দেয়া পর্যন্ত বাংলাদেশ হাই কমিশন লন্ডন আগামী ৩০ মার্চ সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনস্টারে অবস্থিত ‘দ্য মেথোডিস্ট চার্চ সেন্ট্রাল হলে’ অনুষ্ঠিতব্য মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২০-এর অভ্যর্থনা অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে।
লন্ডন ও আশেপাশের শহরগুলোতে কোভিড-১৯ ভাইরাসের দ্রুত বিস্তারের পরিপ্রেক্ষিতে মহান স্বাধীনতা দিবসে আমন্ত্রিত অতিথিদের স্বাস্থ্য-নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হওয়ায় এই অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়।
বাংলাদেশ হাই কমিশন লন্ডন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে গৃহীত এই সিদ্ধান্তের ফলে আমন্ত্রিত অতিথিদের সাময়িক অসুবিধার জন্য হাই কমিশন গভীর দুঃখ প্রকাশ করছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এবং বৃহত্তর জনসমাগমে স্বাস্থ্যঝুঁকি কমে গেলে হাই কমিশন এই অনুষ্ঠান বিষয়ে নতুন ঘোষণা দেবে।
বাংলাদেশ হাই কমিশন কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বাংলাদেশি-ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দিচ্ছে এবং সবার স্বাস্থ্য সুরক্ষা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাসস/সবি/এমএন/১৯৩৫/কেজিএ