উত্তর আমেরিকার অলিম্পিক বাছাইপর্ব স্থগিত

151

মায়ামি, ১৪ মার্চ ২০২০ (বাসস) : করোনাভাইরাস আতঙ্কে মেক্সিকোতে অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিকের উত্তর আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার থেকে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবার কথা ছিল।
কনফেডারেশন অব নর্থ, সেন্ট্রাল আমেরিকান ও ক্যারিবিয়ান এসোসিয়েশন ফুটবল (কনকাকাফ) বাছাইপর্বসহ অন্যান্য সব প্রতিযোগিতা ৩০ দিনের জন্য স্থগিত করেছে।
মেক্সিকোর গুয়াডালায়ারা শহরে আগামী ২০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত আট দলের এই অলিম্পিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবার কথা ছিল। অংশগ্রহণকারী আট দল দুই গ্রুপে বিভক্ত হয়ে বাছাইপর্বে অংশ নিচ্ছে। দলগুলো হলো, গ্রুপ এ : যুক্তরাষ্ট্র, কোস্টা রিকা, মেক্সিকো ও ডমিনিকান রিপাবলিক এবং গ্রুপ বি : হন্ডুরাস, কানাডা, এল সালভাদোর ও হাইতি।
প্রতি গ্রুপের দুই দল সেমিফাইনালে খেলবে এবং ফাইনালে খেলা দল দুটি টোকিওর টিকিট পাবে।
বাছাইপর্ব ছাড়াও এই সময়ের মধ্যে বাতিল হওয়া অন্য দুটি আসর হলো কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের ম্যাচ ও ২০২১ গোল্ড কাপ বাছাইপর্বে প্রথম রাউন্ডের ম্যাচ।
এদিকে কানাডা ফুটবল জানিয়েছে আগামী ২৭ ও ৩১ মার্চ ঘরের মাঠে ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে পুরুষ দলের ও ১৪ এপ্রিল অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী দলের প্রীতি ম্যাচগুলো বাতিল করা হয়েছে।