সব টুর্নামেন্ট স্থগিত করলো ব্যাডমিডন্টন ওয়ার্ল্ড ফেডারেশন

157

কুয়ালালামপুর, ১৪ মার্চ ২০২০ (বাসস) : করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে আগামী ১২ এপ্রিল পর্যন্ত সব ধরনের টুর্নামেন্ট স্থগিত করেছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ)।
এক বিবৃতিতে ব্যাডমিন্টনের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে রোববার বার্মিংহামে সমাপ্ত হতে যাচ্ছে ইওনেক্স অল ইংল্যান্ড ওপেন। এই টুর্নামেন্ট শেষ হবার সাথে সাথেই সব ধরনের আয়োজন কিছুদিনের জন্য বন্ধ থাকবে।
এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবার কথা ছিল সুইস ওপেন, ইন্ডিয়া ওপেন, ওরলিন্স মাস্টার্স, মালয়েশিয়া ওপেন ও সিঙ্গাপুর ওপেন। বিডব্লিউএফ আশঙ্কা করছে করোনাভাইরাস আতঙ্কে অলিম্পিক বাছাইপর্বের ম্যাচগুলোও শেষ পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে বাছাইপর্ব শেষ করার কথা রয়েছে।