বাসস বিদেশ-৬ : ভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করছে সৌদি আরব

128

বাসস বিদেশ-৬
সৌদি-ভাইরাস-বিমান
ভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করছে সৌদি আরব
রিয়াদ, ১৪ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক): বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সৌদি আরব দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে যাচ্ছে। খবর এএফপি’র।
শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটার বার্তায় জানায়, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি সরকার দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত ১৫ মার্চ রোববার থেকে কার্যকর হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত সৌদি আরবে ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে এ ভাইরাসে দেশটিতে কেউ মারা যায়নি।
করোনাভাইরাস মোকাবেলায় পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব ইতোমধ্যে কয়েকটি দেশে ফ্লাইট বাতিল এবং তাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।
এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় সৌদি কর্তৃপক্ষ ‘উমরাহ’ স্থগিত করেছে।
বাসস/এমএজেড/১৫৫৮/জুনা