বাসস দেশ-১০ : কাল থেকে সুপ্রিমকোর্টে অবকাশ শুরু : অবকাশকালীন বেঞ্চ গঠন

123

বাসস দেশ-১০
সুপ্রিমকোর্ট-অবকাশ
কাল থেকে সুপ্রিমকোর্টে অবকাশ শুরু : অবকাশকালীন বেঞ্চ গঠন
ঢাকা, ১৪ মার্চ ২০২০ (বাসস) : রোববার ১৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং কোর্টে অবকাশের কারণে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময় নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অবকাশে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বেঞ্চ গঠন করা হয়েছে। আগামীকাল থেকে অবকাশকালীন বেঞ্চে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে বিচারিক কার্যক্রম চলবে।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য বিচারপতি মো. নূরুজ্জামানকে আপিল বিভাগে চেম্বার জজ হিসেবে মনোনীত করেছেন প্রধান বিচারপতি। আগামী ১৬ ও ২৪ মার্চ বেলা ১১ টা থেকে আপিল বিভাগে চেম্বার জজ আদালতে বিচার কার্যক্রম চলবে। এ বিষয়ে বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বাসস/এএসজি/ডিএ/১৫৫৩/কেএআর