বাসস বিদেশ-৫ : চীনে নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত, অধিকাংশ বাইরে থেকে আসা

127

বাসস বিদেশ-৫
চীন-ভাইরাস
চীনে নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত, অধিকাংশ বাইরে থেকে আসা
বেইজিং, ১৪ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক): চীনে শনিবার নতুন করে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের অধিকাংশই বিদেশ থেকে আসা।
দেশটিতে এ মহামারি শুরু হওয়ার পর এই প্রথম আক্রান্তদের অধিকাংশই বিদেশ থেকে আসা। এরআগে দেশটির মূল ভূখন্ডে আক্রান্তদের অধিকাংশ হুবেই প্রদেশের বাসিন্দা ছিল। খবর এএফপি’র।
জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, হুবেই প্রদেশের রাজধানী উহানে আরো চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ডিসেম্বরে সেখানেই প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।
চীন জানুয়ারি থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যার হিসাব শুরুর পর থেকে উহানে প্রতিদিনের আক্রান্তের এ সংখ্যা সর্বনিম্ন।
নতুন করে আক্রান্ত অপর সাতজন বিদেশ থেকে এসেছে। এদের মধ্যে চারজন সাংহাই, দু’জন গনসু প্রদেশ ও একজন বেইজিংয়ের বাসিন্দা।
বাসস/এমএজেড/১৪৩০/জুনা