এন্টার্কটিকায় ৪ কোটি ৩০ লাখ বছরের প্রাচীন পেঙ্গুইনের ফসিল আবিষ্কার

245

বুয়েন্স আয়ার্স, ১৪ মার্চ,২০২০ (বাসস ডেস্ক) : আর্জেন্টিনার গবেষকরা এন্টার্কটিকার মারামবিও দ্বীপে ৪ কোটি ৩০ লাখ বছরের প্রাচীন পেঙ্গুইনের ডানার চামড়ার ফসিল আবিষ্কারের ঘোষণা দিয়েছেন।
ফসিলটি আবিষ্কার হয় ২০১৪ সালে একটি গবেষণা কার্যক্রম চলাকালে। এটির পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর গত শুক্রবার এই ঘোষণা দেয়া হয়েছে।
লা মাতানজা ন্যাশনাল ইউনিভার্সিটির বৈজ্ঞানিক উদ্ভাবনা প্রতিষ্ঠান আর্জেন্টাইন পালিওনটোলোজিস্ট ক্যারোলাইনাএ্যকোস্টা হসপিটালিস এই ফসিল নিয়ে লা প্লাটা মিউজিয়ামে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চালায়।
তারা বলেন, ৫৬ থেকে ৩৪ মিলিয়ন বছর আগে এই পেঙ্গুইনরা এন্টার্কটিকায় বাস করতো।এ সময় এন্টার্কটিকা গাছপালা এবং প্রাণীবৈচিত্রে ভরপুর ছিল।