বাজিস-২ : মেহেরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

135

বাজিস-২
মেহেরপুর-পরিষ্কার অভিযান
মেহেরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
মেহেরপুর, ১৪ মার্চ, ২০২০( বাসস): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে “পরিচ্ছন্ন গ্রাম , পরিচ্ছন্ন শহর” বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুর জেলা ব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরুু হয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে এক যোগে মেহেরপুর জেলার শতাধিক স্পটে এ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয চত¦রে জেলা প্রশাসক মো. আতাউল গনি পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
একই সময়ে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল উপজেলা চত্বরে সহকারী কমিশনার ভূমি ইয়ানুর রহমানের নেতৃত্বে অভিযান শুরু হয়। এসময় সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক মোহা আবু জাফর, সমবায় অফিসার মাহাবুব মন্টুসহ বিভিন্ন এনজিও ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনির নেতৃত্বে মুজিবনগর উপজেলা চত্বরে এ অভিযানের শুরু হয়েছে।
জেলা প্রশাসক আতাউল গনি জানান, জেলার তিনটি উপজেলার প্রতিটি স্কুল কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান আজ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সেচ্ছায় অংশ নিচ্ছেন। সরকারের এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন করায় সকলকে ধন্যবাদ জানান তিনি।
বাসস/সংবাদদাতা/১২০৫/নূসী