করোনা আতঙ্কে নিউজিল্যান্ডে মসজিদ হত্যাযজ্ঞের স্মরণ সভা বাতিল

227

ওয়েলিংটন, ১৪ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক): নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিনদা আর্ডার্ন বলেছেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্কে দেশটিতে ক্রাইস্টচার্চ মসজিদ হামলার রোববার অনুষ্ঠেয় প্রথম বার্ষির্কীর স্মরণ সভা বাতিল করা হয়েছে।
শনিবার আর্ডার্ন বলেন, ‘এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আমরা অত্যন্ত দু:খের সঙ্গে এ ঘটনা স্মরণ সভা থেকে বিরত থাকছি। ওই ভয়ঙ্কর ঘটনা স্মরণে আমাদের ফের অন্য কোনো ঘটনার ঝুঁকি নেয়া উচিত হবে না।’ খবর এএফপি’র।
গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চে জুম্মার নামাজ চলাকালে সেখানের দু’টি মসজিদে উগ্রবাদী এক শ্বেতাঙ্গের ভয়াবহ বন্দুক হামলায় ৫১ জনের প্রাণহানী ঘটে। এমন নির্মম ও নৃশংস হামলার প্রথম স্মরণ সভায় কয়েক হাজার মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছিল। সভায় অংশগ্রহনকারিদের অনেকেরই বিদেশ থেকে আসার কথা ছিল।
আর্ডার্ন বলেন, সাবধানতামূলক পদক্ষেপের অংশ হিসেবে নিউজিল্যান্ড এমন পদক্ষেপ নিয়েছে।