কোলকাতা পিজি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা হবে

258

কোলকাতা, ১৩ মার্চ, ২০২০ (বাসস) : এখন থেকে পশ্চিমবঙ্গের কোলকাতা পিজি হাসপাতালে (এসএসকেএম) করোনা ভাইরাস বা কভিড-১৯ নমুনা পরীক্ষা হবে। ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছে হাসপাতালটি। রাজ্যে এই প্রথম কোনও হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কাজ শুরু হতে যাচ্ছে।
এ ব্যাপারে যোগায়োগ করা হলে এসএসকেএম (পিজি) হাসপাতালের পরিচালক প্রফেসর ডা: মনিময় বন্দোপাধ্যায় বাসস’কে জানান, করোনায় আক্রান্তদের পরীক্ষা হবে পিজি’র মাইক্রোবায়োলজি বিভাগে। এই জন্য কয়েকদিন আগে এসকেএমের মাইক্রো বায়োলজি বিভাগের অবকাঠামো খতিয়ে দেখার পরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই হাসপাতালে নমুনা পরীক্ষার ছাড়পত্র দেয়।
কোলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালের পাশে কেন্দ্রীয় সংস্থা নাইসেডের পরে এই প্রথম রাজ্যের কোনও পাবলিক হাসপাতালে করোনা পরীক্ষার অনুমতি পেলো। এ ছাড়া খুব শিগগিগরই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং মালদহ মেডিক্যাল কলেজেও করোনা পরীক্ষার কাজ শুরু হবে। এদিকে, করোনার সতর্কতায় পশ্চিমবঙ্গের স্থল ও বিমান-বন্দর ইমিগ্রেশনগুলো এই পরিস্থিতিতে ভারতে না আসার ভ্রমণকারীদের পরামর্শ দিয়েছেন।