বাসস ক্রীড়া-৭ : করোনায় আক্রান্ত আর্তেতা : প্রিমিয়ার লীগের সূচি নিয়ে সন্দেহ

152

বাসস ক্রীড়া-৭
ফুটবল-প্রিমিয়ার লীগ
করোনায় আক্রান্ত আর্তেতা : প্রিমিয়ার লীগের সূচি নিয়ে সন্দেহ
লন্ডন, ১৩ মার্চ ২০২০ (বাসস/এএফপি) : বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। ফলে প্রিমিয়ার লীগে গানারদের সঙ্গে ব্রাইটনের ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এবার ইংলিশ প্রিমিয়ার লীগই স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে আর্সেনালের অনুশীলন মাঠ। আর্তেতার দেহে ভাইরাসের সংক্রমণ পাওয়ার পর নিজ নিজ আইসোলেশনে চলে গেছেন খেলোয়াড় ও স্টাফরা। আর্তেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার এক ঘন্টারও কম সময়ের মধ্যে এমেক্স স্টেডিয়ামের ওই ম্যাচটির আয়োজন বাতিল ঘোষনা করেছে স্বাগতিক ব্রাইটন। ক্লাবটির প্রধান নির্বাহী পল বারবার এক বিবৃতিতে বলেন,‘ স্বাস্থ্য এবং সবার সুস্থতার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বেশী গুরুত্বপুর্ন। সেটি বিবেচনা করেই শনিবারের ম্যাচ আয়োজন থেকে আমরা সরে এসেছি। এ জন্য আমরা আমাদের ভক্ত ও দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী। তবে এটি মনে রাখতে হবে যে আমরা অভুতপুর্ব এক পরিস্থিতিতে আছি। আমরা আর্তেতার দ্রুত সুস্থতা কামনা করছি।’
এর আগে এই সপ্তাহের প্রিমিয়ার লীগের ম্যাচ যথা সময়ে আয়োজনের ঘোষনা দিয়েছিল কর্তৃপক্ষ। নতুন এই পরিস্থিতিতে আলোচনার জন্য আজই জরুরী বৈঠক ডেকেছে প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ।
আর্ততা বলেন,‘ আমি দুর্বল অনুভব করায় পরীক্ষা করিয়েছি। আর এই ফলাফলে আমি সত্যি হতাশ। সুস্থতা ফিরে পাবার সাথে সাথেই আমি কাজে ফিরব।’
বৃটেনে এ পর্যন্ত ৫৯০ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ সনাক্ত হয়েছে এবং মারা গেছে ১০ ব্যক্তি।
বাসস/এএফপি/অনু/এমএইচসি/১৭০০/স্বব