আইপিএলকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করলো করনোভাইরাস

223

নয়াদিল্লি, ১৩ মার্চ ২০২০ (বাসস) : এবার করোনাভাইরাসে আতঙ্কে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হলো বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যা শুরু হবার কথা ছিলো ২৯ মার্চ। তবে করোনাভাইরাসের আতঙ্কে সেটি পিছিয়ে দিতে বাধ্য হলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ এ ঘোষনা দেয় বিসিসিআই।
এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘বিসিসিআই সিদ্বান্ত নিয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে আইপিএলের ১৩তম আসর। চলমান করোনাভাইরাসের পরিস্থিতির জন্য এই সর্তকতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’
প্রায় দুই মাস ব্যপি এই টি-২০ টুর্নামেন্ট প্রতিযোগিতাটি ভারতের অর্থনীতির হিসেবে আনুমানিক ১১ বিলিয়ন ডলার বলে ধারনা করা হচ্ছে। যেখানে লড়াই করে থাকেন বিশ্ব ক্রিকেটের মহাতারকারা। ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ও অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের মত খেলোয়াড়রা।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত এ টুর্নামেন্টের জন্য ৩৩০ মিলিয়ন ডলার দিয়েছে প্রধান স্পন্সর চীনা মোবাইল নির্মাতা ভিভো।
৬০টি ম্যাচের এই লড়াইয়ে থাকবে আটটি ফ্র্যাঞ্চাইজি। পুরো ভারজুড়ে গ্যালারিতে থাকবে হাজার-হাজার দর্শক, চিয়ারলিডারস।
ভারতে এখন পর্যন্ত ৭০ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাই বিভিন্ন ইভেন্ট থেকে দর্শকদের নিরুৎসাহিত করছে।