তিব্বতে ভূমিকম্প

207

লাসা, ১৩ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় স্বায়ত্বশাসিত তিব্বতে ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র।
চায়না আর্থকোয়াক নেটওয়ার্কস সেন্টার জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪৪ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ১।
সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৩২.৮৮ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৮৫.৫৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে গগমো গ্রামে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ওই গ্রামে ভূমিকম্প অনুভূত হলে স্থানীয় লোকজন আতংকগ্রস্ত হয়ে পড়ে এবং দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে। দেশটি জরুরি তৎপরতা শুরু করে।
তিব্বতে ভূমিকম্প অনুভূত হলেও দেশটিতে টেলিযোগাযোগ, বিদ্যুত ব্যবস্থা ও পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।