বাসস ক্রীড়া-১৫ : টেন্ডুলকার-লারাদের বাকী ম্যাচগুলোও হবে রূদ্ধদার স্টেডিয়ামে

222

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-নিরাপদ সড়ক
টেন্ডুলকার-লারাদের বাকী ম্যাচগুলোও হবে রূদ্ধদার স্টেডিয়ামে
মুম্বাই, ১২ মার্চ ২০২০ (বাসস) : শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারাদের নিয়ে ভারতের মাটিতে চলছে নিরাপদ সড়ক টি-২০ ক্রিকেট সিরিজ। তবে করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পায়নি এই সিরিজটিও। তাই করোনাভাইরাসের সংক্রমনে নিরাপদ সড়ক টি-২০ ক্রিকেট সিরিজের ম্যাচও হবে রূদ্ধদার স্টেডিয়ামে। মহারাষ্ট্রে করোনাভাইরাসের আক্রমনের কারনে এই সিদ্বান্ত নিয়েছে আয়োজকরা। টিভি সেটের সামনে বসেই টেন্ডুলকার-লারাদের খেলা দেখতে হবে ক্রিকেটপ্রেমিদের।
এক বিবৃতিতে নিরাপদ সড়কের আয়োজকরা জানান, ‘দেশের চলমান স্বাস্থ্য জরুরি অবস্থার কারনে সকল মালিকগন বাকী ম্যাচগুলো রূদ্ধদার স্টেডিয়ামে আয়োজনের সিদ্বান্ত নিয়েছে। এমনকি সিরিজের বাকী ম্যাচগুলোর সূচিও নতুনভাবে করা হবে।’
আয়োজকরা ইতোমধ্যে পুনের এমসিএ স্টেডিয়ামের ম্যাচগুলো বাতিল করে মুম্বাইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে স্থানান্তরিত করেছেন।
গত ৭ মার্চ থেকে ভারতের মাটিতে শুরু হয়েছে নিরাপদ সড়ক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। জাতীয় দল থেকে অবসর নেয়া ক্রিকেটাররা খেলছেন এই টুর্নামেন্টে। এবারের আসরে খেলছে, ভারত-ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকা-অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
ভারতের হয়ে খেলেছেন টেন্ডুলকার-শেবাগ-জহির খানরা। ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে আছেন লারা-হুপার-চন্দরপলরা।
বাসস/এএমটি/২০৪০/স্বব