বাসস ক্রীড়া-১০ : তিন বছর পর দেশের মাটিতে চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে নিউজিল্যান্ডের মুখোমুখি অস্ট্রেলিয়া

127

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-ওয়ানডে
তিন বছর পর দেশের মাটিতে চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে নিউজিল্যান্ডের মুখোমুখি অস্ট্রেলিয়া
সিডনি, ১২ মার্চ ২০২০ (বাসস) : তিন বছর নিজেদের মাটিতে চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে অস্ট্রেলিয়া। আগামীকাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ করছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। করোনাভাইরাস আতঙ্ক রয়েছে দু’দলেরই । তারপরও খেলায় মনোযোগী হয়ে জয় দিয়ে সিরিজ শুরুর প্রত্যাশায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সিডনিতে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
২০১৬ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ হয়েছিলো চ্যাপেল-হ্যাডলি ট্রফি। তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো অসিরা। এরপর নিউজিল্যান্ডের মাটিতে দু’বার চ্যাপেল-হ্যাডলি ট্রফি অনুষ্ঠিত হয়। দু’বারই জয় পায় নিউজিল্যান্ড। তাই মৌসুমের শেষে তিন বছর পর দেশের মাটিতে ফিরে আসা চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে জয় চায় অস্ট্রেলিয়া।
তবে বিশ্বের বর্তমান পরিস্থিতিতে শুধু ক্রিকেট নিয়েই ভাবছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। করোনা ভাইরাস আতঙ্কে যখন বিশ্বের একশরও বেশি দেশ কাঁপছে, সেদিক দিয়ে অস্ট্রেলিয়া কিছুটা হলেও নিশ্চিন্তেই আছে। এই ভাইরাসের কারনে ক্রিকেট-ফুটবলের অনেক আসরই পরিত্যক্ত হয়েছে। সেদিকে দিয়ে দ্বিতীয় দফার সফরে কাল ওয়ানডে সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
গেল ডিসেম্বরে প্রথম দফার অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। ঐ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে কিউইরা। এরমাঝে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। দু’টি সিরিজই হারে অসিরা। প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হয় দক্ষিণ আফ্রিকা।
দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করে কিউইরা।
আগামী মে মাসে আইসিসি ওয়ানডে লিগ শুরুর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এটিই শেষ ওয়ানডে সিরিজ। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাইয়ার করার মাধ্যম হবে ঐ সিরিজ।
তবে আপাতত, ট্রান্স-তাসমান দ্বিপাক্ষীক সিরিজ নিয়েই মাথা ঘামাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। চ্যাপেল-হ্যাডলি ট্রফি পুনরুদ্ধার করতে চায় অস্ট্রেলিয়া। সর্বশেষ দু’বারই যে নিউজিল্যান্ড জিতে সেই ট্রফি।
তাছাড়া ওয়ানডেতে সাফল্য নিয়েই অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। সম্প্রতি ভারতকে নাস্তানাবুদ করেছে তারা। সেদিক দিয়ে বেশ পিছিয়ে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে বিশ্বকাপের পর দু’টি ওয়ানডে সিরিজ খেলেছে তারা। দু’টিতেই হেরেছে।
তবে গত সফরে নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশে আত্মবিশ্বাস দিচ্ছে অস্ট্রেলিয়াকে। দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার তেমনটাই বলছেন, ‘ টেস্ট ফরম্যাটে নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করেছি আমরা। ঐ সিরিজের স্মৃতি আমাদের কাছে এখনো টাটকা। তাই ঐ সিরিজটি আমাদের আত্মবিশ্বাসী করছে।’
দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পেছনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ফর্মহীনতা ছিলো চোখে পড়ার মত। তাই ব্যাটসম্যানদের কাছ থেকে বড় ইনিংস চাইছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ‘ফলাফল খুব ভালো হচ্ছে না। তবে মিডল-অর্ডারে স্থিতিশীলতা এসেছে। তবে তাদের আরও উন্নতির প্রয়োজন রয়েছে।’
অস্ট্রেলিয়ার মাটিতে গত টেস্ট সিরিজের স্মৃতি ভুলে ওয়ানডেতে ভালো করতে মরিয়া নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সাম্প্রতিক পারফরমেন্সে দল উচ্ছসিত বলে জানান তিনি, ‘টেস্ট সিরিজে আমরা ভালো করতে পারেনি। কিন্তু সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছি আমরা। শতভাগ সাফল্য ছিলো আমাদের। ঐ ফলাফলই আমাদের উৎসাহি করছে।’
বাসস/এএমটি/১৯২৮/স্বব