বাসস দেশ-২৫ : জাতীয় পার্টিতে দুইয়ের অধিক পদে থাকবেন না কোন নেতা : রাঙ্গাঁ

118

বাসস দেশ-২৫
জাপা- রাঙ্গাঁ-ব্রিফিং
জাতীয় পার্টিতে দুইয়ের অধিক পদে থাকবেন না কোন নেতা : রাঙ্গাঁ
ঢাকা, ১২ মার্চ, ২০২০ (বাসস) : জাতীয় পার্টিতে দুইয়ের অধিক পদে কোন নেতা থাকবেন না বলে জানিয়েছেন পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
তিনি এ প্রসঙ্গে আরও বলেন, তবে প্রয়োজনে পার্টির চেয়ারম্যান কাউকে অতিরিক্ত পদে দায়িত্ব দিতে পারবেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে পার্টির প্রেসিডিয়াম সদস্য, কো-চেয়ারম্যান ও সংসদ সদস্যদের সাথে যৌথ সভা শেষে পার্টি মহাসচিব এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, আগামী ২০ মার্চ পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে সারা দেশের সকল কমিটির উদ্যোগে দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সুবিধামত সময়ে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করবে জাতীয় পার্টি। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এখনই এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।
তিনি বলেন, ৫টি উপ-নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে। নির্বাচন পরিচালনার জন্য ৫টি কমিটি করে দেয়া হয়েছে।
এর আগে বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু এমপি, সালমা ইসলাম এমপি ।
বাসস/সবি/এমএন/১৯১০/-কেএআর