বিচ্ছিন্ন হাত জোড়া লাগানো চিকিৎসা ক্ষেত্রে একটি বড় সফলতা : স্বাস্থ্যমন্ত্রী

180

ঢাকা, ১২ মার্চ, ২০২০ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফাহিমা বেগমের বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগানো চিকিৎসা ক্ষেত্রে একটি বড় সফলতা।
তিনি বলেন, শিক্ষিকা ফাহিমা বেগমের শারীরিক অবস্থা এখন অনেক ভালো। তার বিচ্ছিন্ন হাতটি জোড়া লেগেছে, জোড়া লাগানো হাতটিতে রক্ত সঞ্চালন শুরু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষিকা মিসেস ফাহিমা’র বাস দুর্ঘটনায় কেটে যাওয়া হাত জোড়া লাগানোর সফল চিকিৎসা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, চিকিৎসা ক্ষেত্রে দেশ বহুগুণ এগিয়ে গেছে। কেটে যাওয়া হাত জোড়া লাগানোর মতো জটিল একটি কাজও দেশের চিকিৎসকরা করতে পেরেছেন।
তিনি বলেন, বাস দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতও যে জোড়া লাগতে পারে, তা আজ আমাদের দেশের চিকিৎসকরা দেখিয়ে দিলেন। এটি গোটা চিকিৎসা ক্ষেত্রেই এক বিরাট সফলতা।এই সফলতা আমাদের সকলকেই গৌরবান্বিত করেছে।
করোনা ভাইরাস এর চিকিৎসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্যখাত সফল ছিল। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাতেও স্বাস্থ্যখাত সফল হবে। ইতোমধ্যেই চিকিৎসারত তিনজন করোনা রোগীর দুইজনই সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। যেকোন সময়ই তারা ঘরে ফিরে যেতে পারবেন। করোনা নিয়ে এখন জনসচেতনতাই বেশি প্রয়োজন। করোনা মোকাবেলায় আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।
পরিদর্শনকালে শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের তত্ত্বাবধায়ক ডা. সামন্ত লাল সেন সহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।