বাসস দেশ-৪ : কাউন্সিলর মিজানের বিরুদ্ধে প্রতিবেদন ২ এপ্রিল

120

বাসস দেশ-৪
মিজান-প্রতিবেদন
কাউন্সিলর মিজানের বিরুদ্ধে প্রতিবেদন ২ এপ্রিল
ঢাকা, ১২ মার্চ, ২০২০ (বাসস) : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য ২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
মামলার তদন্ত প্রতিবেদন আজ দাখিলের দিন ধার্য ছিল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, হাবিবুর রহমান অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে স্থাবর ও অস্থাবর সর্বমোট ৩০ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৩৩১ টাকা ৩৪ পয়সা অবৈধ সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে ভোগ দখলে রাখেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১১ অক্টোবর চলমান জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে কাউন্সিলর মিজানকে আটক করে র‌্যাব।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/১৩২৩/-এমএবি