গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

259

গোপালগঞ্জ, ১১ মার্চ ২০২০ (বাসস): জেলার মুকসুদপুর উপজেলায় আজ মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী এসজে উচ্চবিদ্যালয় মিলনায়নে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৬১টি বিদ্যালয় ও মাদরাসার অংশগ্রহনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।
বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মুহাম্মদ আফতাবুর রহমান আল হেলালী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্যা, সরকারী এসজে স্কুলের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সরদার মজিবর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।