বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন

1559

ঢাকা, ১১ মার্চ, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ (সপ্তম) অধিবেশন আগামী ২২ মার্চ শুরু হয়ে ২৩ মার্চ শেষ হবে।
আজ সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সপ্তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন।
কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, এবং নূর-ই-আলম চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।
সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয়, ২২ মার্চ সকাল ১১টায় অধিবেশন শুরু হবে। আর ২৩ মার্চ সকাল ১০টায় সংসদ অধিবেন বসবে। ২২ মার্চ অধিবেশন শুরুর আগে সকাল সাড়ে ৯টায় সংসদ সদস্যবৃন্দ ধানমন্ডি, ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দিবেন।
সভায় জানানো হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এর আওতায় একটি প্রস্তাব সংসদে আনা হবে। সংসদ সদস্যরা এ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিবেন। পরের দিন ২৩ মার্চ প্রস্তাবটি  সংসদে গৃহিত হবে।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান সভার কার্যপত্র উপস্থাপন করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।