বাসস ক্রীড়া-১৬ : জিম্বাবুয়েকে ১১৯ রানে আটকে দিল বোলাররা

217

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-টি-২০
জিম্বাবুয়েকে ১১৯ রানে আটকে দিল বোলাররা
ঢাকা, ১১ মার্চ ২০২০ (বাসস) : সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে জিম্বাবুয়েকে মাত্র ১১৯ রানে আটকে দিয়েছেন স্বাগতিক বাংলাদেশের বোলাররা। ফলে ম্যাচ জয়ের জন্য ১২০ রানের টার্গেট পেল টাইগাররা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বাংলাদেশ বোলারদের বিপক্ষে দ্রুত রান তুলতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।
তবে ব্যতিক্রম ছিলো ওপেনার ব্রেন্ডন টেইলর। এক প্রান্ত আগলে রানের ইনিংস খেলেন তিনি। ৪৮ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৯ রানে অপরাজিত শেষ পর্যন্ত থাকের এ ওপেনার। এছাড়া ক্রেইগ আরভিন ৩৩ বলে ২৯, সিকান্দার রাজা ১০ বলে ১২ ও তিনাসি কামুনহুকামবে ১০ রান করেন। ফলে ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রানের মামুলি সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
বাংলাদেশের মুস্তাফিজুর রহমান-আল আমিন হোসেন ২টি করে এবং মোহাম্মদ সাইফউদ্দিন-মেহেদি হাসান-আফিফ হোসেন ১টি করে উইকেট নেন।
বাসস/এএসজি/এএমটি/২০০০/স্বব