বাসস দেশ-২২ : ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা দেয়া অবৈধ : হাইকোর্ট

258

বাসস দেশ-২২
হাইকোর্ট-রায়
ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা দেয়া অবৈধ : হাইকোর্ট
ঢাকা, ১১ মার্চ ২০২০ ( বাসস) : ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা দেয়া অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিভিন্ন বয়সী ১২১টি শিশুকে ভ্রাম্যমাণ আদালতের দেয়া সাজা অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিষ্টার আবদুল হালিম ও ইশরাত হাসান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার।
গত ৩১ অক্টোবর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডিত হয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১২ বছরের কম বয়সী শিশুদের মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে শিশু আদালত ব্যতীত অন্যান্য আদালতের অধীনে সাজাপ্রাপ্ত ১২ বছর বয়সী থেকে ১৮ বছর পর্যন্ত বয়সী শিশুদের ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।
‘আইনে মানা, তবু ১২১ শিশুর দন্ড’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট স্ব- প্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।এরপর বিভিন্ন সময়ে শিশুদের মুক্তি দেয়া হয়।
ব্যারিস্টার আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, ১২১ শিশুকে দন্ড দেয়া নিয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। সে রুলের শুনানি শেষে আজ রায় হয়েছে। ১২১ শিশুর দন্ড সম্পূর্ণরূপে অবৈধ বলে রায় দিয়েছেন। আদালত আরও বলেছেন-কোনো শিশুদেরকে মোবাইল কোর্ট কোনো দন্ড দিতে পারবে না। কারণ মোবাইল কোর্ট কোনো শিশুকে দন্ড দিলে সেই দন্ড সংবিধানের ৩০ এবং ৩৫ অনুচ্ছেদে মৌলিক ও মানবাধিকার লঙ্ঘিত হবে। ১২১ শিশুকে দন্ড দানের ক্ষেত্রেও মৌলিক ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।
তিনি আরও বলেন, ভ্রাম্যমান আদালতের কোনো শিশুকে দন্ড দানের কোনো ক্ষমতা কোনো আইনে নাই। একমাত্র শিশু আইনে শিশু আদালত শিশুদেরকে দন্ড দিতে পারবে। অন্য কোনো আদালত কোনো অবস্থাতেই তাদেরকে দন্ড দিতে পারবে না।
‘আইনে মানা, তবু ১২১ শিশুর দন্ড’ শীর্ষক শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি ৩১ অক্টোবর আদালতের নজের আনেন ব্যারিস্টার আব্দুল হালিম। প্রতিবেদনে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ১২১টি শিশুকে সাজা দিয়ে তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর তথ্য উলেøখ করা হয়।
বাসস/এএসজি/ডিএ/১৯৫১/কেএমকে