বাজিস-৯ : হবিগঞ্জের বাহুবলে এক্সেবেটর ও ট্রাক্টর জব্দ, ৫ লাখ টাকা জরিমানা

125

বাজিস-৯
হবিগঞ্জ- জরিমানা
হবিগঞ্জের বাহুবলে এক্সেবেটর ও ট্রাক্টর জব্দ, ৫ লাখ টাকা জরিমানা
হবিগঞ্জ, ১১ মার্চ ২০২০ (বাসস): জেলার বাহুবল উপজেলায় কৃষিজমি থেকে এক্সেবেটর দিয়ে মাটি উত্তোলনের দায়ে আজ একটি এক্সেবেটর ও দুই ট্রাক্টর জব্দ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল উপজেলার সাতপাড়িয়া গ্রামের হাওরে অভিযান চালিয়ে এসব এক্সেবেটর ও ট্রাক্টর আটক করেন।
পরে, কৃষিজমি থেকে মাটি পাচারের দায়ে ভ্রাম্যমান আদালত ট্রাক্টর চালক উপজেলার বরইউড়ি গ্রামের আব্দাল মিয়ার পুত্র মোজাহিদ মিয়া ও হরিতলা গ্রামের ঈমান আলীর পুত্র হান্নান মিয়াকে ১০ হাজার করে দু’জনকে মোট বিশহাজার টাকা জরিমানা করে।
অন্যদিকে, এক্সেবেটর মালিক উপজেলার শংকরপু গ্রামের আজগর আলীর ছেলে ওয়াছির মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল জানান, এই অভিযান অব্যাহত থাকবে।
বাসস/সংবাদদাতা/১৯২১/এমকে