সৌম্যর হাফ-সেঞ্চুরি

191

ঢাকা, ১১ মার্চ ২০২০ (বাসস) : বাংলাদেশের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।
আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ খেলতে নেমেই ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন সৌম্য।
২০১৫ সালে এপ্রিলে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে টি-২০ অভিষেক হয় সৌম্যর। গেল পাঁচ বছরে এখন পর্যন্ত ৪৯টি (আজকেরটি বাদে) ম্যাচ খেলেছেন তিনি। ২ হাফ সেঞ্চুরিসহ ১৮ দশমিক ৪০ গড়ে মোট ৮৬৫ রান করেছেন সৌম্য।
সৌম্যর আগে বাংলাদেশের হয়ে টি-২০ ক্রিকেটে ৫০ বা তার বেশি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশের হয়ে টি-২০ ক্রিকেটে ৫০ বা তার বেশি ম্যাচ খেলা খেলোয়াড় :
খেলোয়াড় ম্যাচ রান উইকেট
মাহমুদুল্লাহ রিয়াদ ৮৭* ১৪৭৫ ৩১
মুশফিকুর রহিম ৮৬* ১২৮২ —
সাকিব আল হাসান ৭৬ ১৫৬৭ ৯২
তামিম ইকবাল ৭৪ ১৭০১ —
মাশরাফি বিন মর্তুজা ৫৪ ৩৭৭ ৪২
সৌম্য সরকার ৫০* ৮৬৫ ৬