বাজিস-৬ : শরীয়তপুরে ক্ষতিপূরণের চেক বিতরণ

116

বাজিস-৬
শরীয়তপুর-চেক বিকরণ
শরীয়তপুরে ক্ষতিপূরণের চেক বিতরণ
শরীয়তপুর, ১১ মার্চ, ২০২০ (বাসস) : নির্মানাধীন পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় শেখ হাসিনা তাঁতপল্লি স্থাপনের লক্ষ্যে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ বাবদ ২৪টি পরিবারের মধ্যে তিনকোটি ৮৭ লাখ ২১ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে এসব ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।
শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা তাঁতপল্লি স্থাপন প্রকল্পের (১ম পর্যায়ে) প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. শাহাদাত হোসেন মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মামুন-উল-হাসান, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমান।
বিতরণ অনুষ্ঠানে শেখ হাসিনা তাঁতপল্লি স্থাপনের জন্য শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের ২৪ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সর্বমোট তিনকোটি ৮৭ লাখ ২১ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৭২০/এমকে