বাসস বিদেশ-৮ : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে সৈনিক ও জঙ্গি নিহত

162

বাসস বিদেশ-৮
কাশ্মীর-গোলাগুলি
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে সৈনিক ও জঙ্গি নিহত
শ্রীনগর, ১২ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রচন্ড বন্দুকযুদ্ধে একজন সৈনিক ও এক জঙ্গি নিহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন সৈনিক আহত। খবর সিনহুয়া’র।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ১ শ’ ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমের কুপওয়ারা জেলার সীমান্তবর্তী কান্দী বনাঞ্চলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার জানানো হয়।
এক পুলিশ কর্মকর্তা জানান, গতকাল বন্দুকযুদ্ধে একজন সৈনিক নিহত হয় ও অপর একজন আহত হয়। আজ সকালে নিহত জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়। নিহত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। তিনি বলেন, ওই এলাকায় অভিযান চলছিল।
এদিকে বুধবার সন্ধ্যায় ত্রিগাম শহরে জঙ্গিদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষে সৈনিকরা গুলি ছুড়লে এক যুবক নিহত হয়। পরে তাকে কুপওয়ারা হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করা হয়।
যুবক নিহত হওয়ার ঘটনায় জনতা রাস্তায় নেমে এসে বিক্ষোভ জানায়। শ্রীনগর সেনাবাহিনীর এক মুখপাত্র জানায়, শহরে সৈনিকরা পাথর হামলার শিকার হয় এবং পাঁচ সৈনিক আহত হয়।
গত সপ্তাহে এই অঞ্চলে বিক্ষোভ চলাকালে ভারতীয় সেনারা গুলি করলে এক কিশোরীসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়।
বাসস/এসই/১৭৫০/আরজি