বেলজিয়ামে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু

190

ব্রাসেলস, ১১ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : বেলজিয়ামে করোনা ভাইরাসে প্রথম এক ব্যক্তি মারা গেছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বুধবার এ কথা জানান।
কেয়ারটেকার ফেডারেল সরকারের স্বাস্থ্য মন্ত্রী ম্যাগি ডি ব্লক জানান, মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ছিল ৯০ বছর।
দেশটিতে এ পর্যন্ত ২৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
করোনা ভাইরাসের মূল উৎপত্তি চীনে। দেশটির উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস এখন ইউরোপে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ইতালিতে প্রতিদিনই লোকজন মারা যাচ্ছে। সেখানে মঙ্গলবার পর্যন্ত ৬৩১ জন মারা গেছে।
চীনে ৮০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত এবং মারা গেছে তিন হাজার লোক। এছাড়া বিশ্বে ১ লাখ ১৭ হাজার ৩৩৯ জন আক্রান্ত এবং ৪,২৫১ জন মারা গেছে।