যাত্রীর হাঁচিতে করোনার আতঙ্কে যুক্তরাষ্ট্রের একটি বিমানের জরুরি অবতরণ

320

লস এঞ্জেলস, ১০ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের একটি বিমানে এক যাত্রীর হাঁচি ও কাশির কারণে অন্য যাত্রিদের মধ্যে করোনাভাইরাসের আতঙ্ক দেখা দিলে ফ্লাইটটি ডেনভার বিমান বন্দরে জরুরি অবতরণ করে।
ইউনাইটেড এয়ারলাইনস এএফপি’কে জানায়, বিমানটি কলোরাডো অঙ্গরাজ্যের ঈগল শহর থেকে নিউ জার্সির নিউয়ার্ক বিমান বন্দরের উদ্দেশে রওয়ানা হয়েছিল।পরে বিমানটি রোববার বিকালে কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানে অসুস্থ যাত্রীর হাঁচি এবং কাশির কারণে বিমান যাত্রীদের অনেকে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। তবে এলার্জির কারণে অসুস্থ ওই যাত্রীকে নিয়েই বিমানটি পুনরায় নিউজার্সির উদ্দেশ্যে রওয়ানা হয়।
এয়ার লাইন জানায়, ‘তার কোনো চিকিৎসা পরিস্থিতি ছিল না।’
এয়ারলাইনস আরো জানায়, অসুস্থ ওই ব্যক্তির এলার্জি ছিল বোঝা গেলে তাকে ফ্লাইটে নেয়া হয়।
এয়ারলাইনস জানায়, ‘নিরাপদে অবতরণের পর বিমানটি আইন প্রয়োগকারী সংস্থার তদারকিতে নেয়া হয়।