বাসস ক্রীড়া-১৪ : তৃতীয়বারের মত টি-২০তে ২শ’ রান বাংলাদেশের

229

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-টি-২০
তৃতীয়বারের মত টি-২০তে ২শ’ রান বাংলাদেশের
ঢাকা, ৯ মার্চ ২০২০ (বাসস) : টি-২০ ক্রিকেটে দলীয়ভাবে তৃতীয়বারের মত ২শ’ রানের স্বাদ পেল বাংলাদেশ। আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রান করে টাইগাররা। সৌম্য সরকার ৩২ বলে অপরাজিত ৬২ ও লিটন ৩৯ বলে ৫৯ রান করেন।
এরআগে দু’বার টি-২০ ক্রিকেটে ২শ’ রানের স্বাদ পেয়েছিলো বাংলাদেশ। প্রথমটি ২০১৮ সালের মার্চে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১৪ রান করে শ্রীলংকা। জবাবে ২ বল বাকী রেখে ৫ উইকেট হারিয়ে ২১৫ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ৩৫ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৭২ রান করে দলকে স্মরনীয় জয় এনে দিয়েছিলেন মুশফিকুর রহিম।
একই বছর ডিসেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২১১ রান করেছিলো বাংলাদেশ। লিটন ৩৪ বলে ৬০, ঐ ম্যাচের অধিনায়ক সাকিব আল হাসান ২৬ বলে অপরাজিত ৪২ ও মাহমুদুল্লাহ রিয়াদ ২১ বলে অপরাজিত ৪৩ রান করেছিলেন।
বাসস/এএসজি/এএমটি/২০১০/স্বব