আড়িয়াল খাঁ নদের পাড়ে হবে অলিম্পিক ভিলেজ : চীফ হুইপ

304

মাদারীপুর, ৯ মার্চ, ২০২০ (বাসস) : চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন,মাদারীপুর ও ফরিদপুরের সীমানাবর্তী আড়িয়াল খাঁ নদের পাশে অলিম্পিক ভিলেজ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আজ মাদারীপুরের শিবচরে চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়ামে অনুষ্ঠিত পাইওনিয়ার ফুটবল লীগ খেলায় চ্যাম্পিয়ন হওয়া ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদের খেলোয়াড় ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,বাংলাদেশের খেলাধুলার মধ্যে সবচেয়ে বড় প্রকল্প এই অলিম্পিক ভিলেজ।এই অলিম্পিক ভিলেজ নির্মিত হলে বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা এদেশে খেলতে আসবেন।
এই ভিলেজে ৭টি স্টেডিয়াম,ফাইভ স্টার হোটেল,সুইমিংপুলসহ খেলাধুলার সকল আধুনিক সুবিধা থাকবে। এর জন্য ৩ হাজার একর জমির প্রস্তাব দেয়া হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান,জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা,সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান ও পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন।